Connecting You with the Truth

বেড়ায় রাস্তাবিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্র!

বেড়া প্রতিনিধি:

পাবনার বেড়ার হাটুরিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রে দ্বিতল ভবন ও সুপরিসর প্রাঙ্গণ থাকলেও এর নিজস্ব কোনো রাস্তা নেই। পাকা রাস্তা ছেড়ে রোগীদের সেখানে যাতায়াত করতে হয় অন্যের বাড়ির আঙিনার ওপর দিয়ে। কিন্তু বৃষ্টির দিনে এই অস্থায়ী রাস্তাটি দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। অথচ স্বাস্থ্যকেন্দ্রের সামনে থাকা একটি ডোবা ভরাট করে মাত্র ৩০ গজ পাকা করলেই এ সমস্যার সমাধান হতে পারে বলে এলাকাবাসির অভিমত। জানা গেছে, হাটুরিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রটি বিস্তীর্ণ চর এলাকা নিয়ে গঠিত হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়নের মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার একমাত্র ভরসা। প্রতিদিন অর্ধশতাধিক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন বলে জানায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। ২০০৮ সালে স্বাস্থ্যকেন্দ্রটির জন্য দ্বিতল ভবন নির্মিত হলেও যাতায়াতের বিষয়টি উপেক্ষিত থেকে যায়। এছাড়াও হাটুরিয়া বাজার থেকে স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত প্রায় ৫শ’ মিটার রাস্তার বেশিরভাগ অংশই চলাচলের অনুপযোগী। ইট বিছানো সংকীর্ণ রাস্তার বিভিন্ন স্থানে ছোট  বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো এ রাস্তা দিয়েও সরাসরি উপ-স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো যায় না। কারণ প্রধান রাস্তা থেকে ৩০ গজ ভেতরে উপ-স্বাস্থ্যকেন্দ্রেটির অবস্থান। এক্ষেত্রে বড় বাধা হলো উপ-স্বাস্থ্যকেন্দ্রের পশ্চিম দিকে থাকা একটি গভীর ডোবা। এটি সরকারি হলেও তা ভরাট করে এতদিনেও রাস্তা তৈরি করা হয়নি। রোগীরা এখান দিয়ে যেতে না পেরে প্রায় ৫০ গজ ঘুরে উত্তর দিক দিয়ে এবড়ো-থেবড়ো কাঁচা পথে যাতায়াত করেন। এই অংশটুকু ব্যক্তি মালিকানাধীন হওয়ায় এখানে চলাচলের উপযোগী রাস্তা করা সম্ভব হয়নি। শুষ্ক মৌসুমে এখান দিয়ে পায়ে হেঁটে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে এ স্থানে পানি জমে পিচ্ছিল হয়ে ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে এ অংশে বার বার চলাচলের উপযোগী রাস্তা করার চেষ্টা করা হলেও জায়গার মালিকের বাধার কারণে তা করা যায়নি। জায়গার মালিক আমিন মোল্লা বলেন, “রোগীদের যাতায়াতের জন্য আমরা রাস্তার জায়গা ছেড়ে দিয়ে রেখেছি। কিন্তু এটি পাকা করা হলে জায়গাটি আর আমাদের থাকবে না। কিন্তু পশ্চিম দিক দিয়ে উপ-স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার উপযোগী রাস্তা নির্মাণের জায়গা থাকলেও সেটি করা হচ্ছে না কেন?” হাটুরিয়া গ্রামের বাসিন্দা শামসুল হক বলেন, বৃষ্টি হলে রোগী ও ডাক্তারদের আসা-যাওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনের ৩০ গজ অংশ ভরাট ও পাকা করে দিলে অথবা বর্তমানে ব্যবহৃত ব্যক্তি মালিকানাধীন জায়গাটি সরকার অধিগ্রহণ করে এখানে একটি পাকা রাস্তা নির্মাণ করলেই কেবল এ সমস্যার সমাধান হবে। স্বাস্থ্যকেন্দ্রটিতে কর্মরত ফার্মাসিস্ট হাবিবুর রহমান বলেন, বর্ষার সময় কাদা-পানিতে অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় এখানে। তারপরেও অগত্যা দুর্ভোগ মাথায় নিয়ে রোগীরা আসেন। বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্তিক কুমার সাহা বলেন, রাস্তা নির্মাণের ব্যাপারটি স্থানীয় ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত। উপজেলা পরিষদের আগামী মাসিক সমন্বয় সভায় বিষয়টি তোলা হবে। হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁদ প্রামাণিক বলেন, জায়গাটির বি¯তৃতি সামান্য হলেও ডোবাটির গভীরতা বেশি। তাই নতুন রাস্তা নির্মাণে অনেক অর্থের প্রয়োজন। উপ-স্বাস্থ্যকেন্দ্রের রাস্তা নির্মাণের জন্য আমি চেষ্টা-তদবির করে যাচ্ছি।

Comments
Loading...