মাওলানা ফরুকীকে হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জের মাওয়ায় বিক্ষোভ
মুন্সিগঞ্জ:
লৌহজং উপজেলার মাওয়া মেদিনী মণ্ডল গ্রামের বসিন্দা চ্যানেল আই এর জনপ্রিয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘আখিরাতের শান্তি’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মাওয়ার সুন্নি পরিষদ ও স্থানীয় আলেম ওলামারা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মিছিলটি পরিদর্শন করেন লৌহজং থানা আ’লীগ নেতা মো. এম এ মতিন খান। মাওয়া চৌরাস্তা থেকে শুরু করে পুরাতন ঘাট এলাকায় এসে মিছিলটি শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা মাওয়ার বিভিন্ন রাস্তায় অস্থায়ী অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পথসভায় বক্তব্য রাখেন, মেদিনীমণ্ডল ইউনিয়ন আ’লীগের নেতা মো. শেখ জামান, মো. হুমায়ুন আহ্মেদ, মো. দিদার, মো. রুবেল আকন , মো. ফরিদ ও শেখ জামান ক্লাবের নেতৃবৃন্দ।