Connecting You with the Truth

ইন্ডিয়ান সুপার লিগের ফ্রাঞ্চাইজির সহ-স্বত্বাধিকারী হয়েছেন শচিন

s-4
স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট পাগল ভারতীয়দের এবার ফুটবলের জোয়ারে ভাসাতে মাঠে নামছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকার। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) কোচি ফ্রাঞ্চাইজির সহ-স্বত্বাধিকারী হয়েছেন শচিন। ৮টি ফ্রাঞ্চাইজির সঙ্গে মুম্বাইয়ের পাঁচতারা একটি হোটেলে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানে শচিন বলেন, ‘আমাদের দেশে অনেক প্রতিভাবান ফুটবলার আছে। যাদের নিজেদের প্রমাণ করার কোনও মঞ্চ এত দিন ছিল না। আইএসএল সেই মঞ্চ।’ ব্যাটিংয়ের লিটল মাস্টার আরো বলেন, ‘আমার প্রধান লক্ষ্য হচ্ছে সবার জন্য খেলার ব্যবস্থা করা। এটা যে পেশাদারী হতে হবে, তা নয়। স্বাস্থ্য ভাল রাখতে খেলার কোনো বিকল্প নেই।’ ৮টি শহরকে নিয়ে করা হয়েছে আইএসএল এর গ্র“প। শচিন ছাড়া আরো কিছু ভারতীয় তারকা এ টুর্নামেন্টে আগ্রহ নিয়ে এগিয়ে এসেছেন। ভারতের অভিনেতা অভিষেক বচ্চন, সালমান খান, রনবীর কাপুর রয়েছেন অন্যান্য ফ্রাঞ্চাইজির সহ-মালিক হিসেবে। আগামী অক্টোবরের ১২ তারিখ থেকে শুরু হয়ে ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত চলবে ভারতের জমজমাট ফুটবলের এ আসর।



Comments
Loading...