Connecting You with the Truth

কমলাপুর স্টেশনে সাতশ’ ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এক তরুণীর দেহ তল্লাশি করে সাতশ’ ইয়াবা ট্যাবলেট পেয়েছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করে ২৮ বছর বয়সী ওই তরুণীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই তরুণী চট্টগ্রাম মেইল ট্রেন থেকে কমলাপুর স্টেশনে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে নারী পুলিশের সদস্যরা তাকে আটক করে শৌচাগারে নিয়ে দেহ তল্লাশি করে। “এ সময় তার শরীরে একটি কনডমে লুকিয়ে রাখা সাতশ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।” রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, ওই তরুণী চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। “সে বলেছে, এক সহকর্মী ওই ইয়াবা ট্যাবলেট দিয়ে কমলাপুরে এক ব্যক্তির কাছে হস্তান্তর করতে বলেছে। এ জন্য তাকে দুই হাজার  টাকা বকশিশ দেয়ার কথা।”

Comments
Loading...