Connecting You with the Truth

ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

yabam picফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ইউনিয়ন পরিষদ সদস্যকে করেছে আটক র‌্যাব। র‌্যাব-৮ এর র‌্যাবের উপ-অধিনায়ক মেজর মোজ্জামেল জানান, শুক্রবার রাতে উপজেলার শিবপুর গ্রামের ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক এখলাছ উদ্দিন টুটুল ওরফে মুরব্বি উপজেলার চতুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য এবং বাইখীর বনচাকি গ্রামের আব্দুর রউফ মোল্লা ছেলে। মেজর মোজ্জামেল বলেন, টুটুলের কাছ থেকে এ সময় এক হাজার ১০টি ইয়াবা, ইয়াবা বিক্রির ৬৫ হাজার ৯০০ টাকা, বিভিন্ন কোম্পানির ১০টি মোবাইল সিম ও নয়টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। “টুটুল ফরিদপুর অঞ্চলের মাদকের বড় পাইকারি ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে।” এ ঘটনায় বোয়ালমারী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Comments
Loading...