তিন সিটি করপোরেশনের তফসিল ঘোষণা-নির্বাচন ২৮ এপ্রিল
ডিসিসি ও সিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ২৮ এপ্রিল। ডিসিসি ও সিসিসি’র মনোনয়নপত্র দাখিল ২৯ মার্চ। যাচাই-বাছাই ১ ও ২ এপ্রিল, প্রত্যাহার ৯ এপ্রিল। বুধবার বিকালে ৩ সিটি নির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয়। এছাড়াও, আগাম নির্বাচনী প্রচারণার বিলবোর্ড ৪৮ ঘণ্টার মধ্যে নামিয়ে ফেলার নির্দেশ দেন ইসি। এর আগে দুপুরের পর কমিশন সভা অনুষ্ঠিত হয়। সিইসি কাজী রকিব উদ্দীন আহমদের সভাপতিত্বে ওই বৈঠকেই তফসিল ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ড আছে। এতে ভোটার আছে ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। আর দক্ষিণে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন।
এছাড়া চট্টগ্রামে ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন ভোটার আছে।