Connecting You with the Truth

পঞ্চগড় বোদায় ৩ দিনব্যাপী বারুণী গঙ্গা স্নান শুরু

Captureআজহারুল,  বোদা : পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী ঘাটের উত্তর স্রোতবাহী করতোয়া নদীর পাড়ে গঙ্গা ও কালি মন্দির প্রাঙ্গনে  বুধবার ৩ দিনব্যাপী হিন্দু সনাতন ধর্মীয় বারুণী গঙ্গা স্নান শুরু হয়েছে। বুধবার সকাল থেকে বারুণী গঙ্গা স্নানস্থল হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে। উত্তরাঞ্চলের ৮ জেলার সনাতন ধর্মালম্বীর হাজার হাজার নারী পুরুষ পূর্ন্যতা পাবার আশায় দীর্ঘ শত বছর যাবত এই বারুণী গঙ্গা স্লান করে আসছে। প্রতি বছর মধু কৃষ্ণ ত্রোয়দোশী তিথিতে এই বারুণী গঙ্গা স্লান অনুষ্ঠিত হয়।

Comments
Loading...