Connecting You with the Truth

নেত্রকোনা সরকারি মহিলা কলেজে অনার্স কোর্স চালু

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা সরকারি মহিলা কলেজে চলতি বছর থেকে রাষ্ট্র বিজ্ঞান এবং সমাজ কল্যাণ এ দুটি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে। প্রতিটি বিভাগে প্রথম পর্যায়ে ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। ইতোমধ্যে ভর্তি শুরু হয়েছে এবং আগামী ২৫ মার্চ পর্যন্ত ভর্তি চলবে।
কলেজের অধ্যক্ষ ড. মো. আবদুল বাতেন জানান, অনার্সে দুটি বিষয় চালু করায় এ কলেজে নারী শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে। পর্যায়ক্রমে অন্যান্য বিষয়ে অনার্স কোর্স চালুর জন্য উদ্যোগ নেয়া হচ্ছে বলেও তিনি জানান। তিনি বলেন, এই মুহূর্তে কলেজে একটি মহিলা হোস্টেল নির্মাণ একান্ত প্রয়োজন হয়ে পড়েছে।
উল্লেখ্য, ১৯৬৯ সনে নেত্রকোনায় শহরের কয়েকজন সুধীজনের উদ্যোগে মহিলা কলেজটি প্রতিষ্ঠিত করা হয়। ১৯৯১ সনে এই কলেজটি সরকারিকরণ করা হয়।

Comments
Loading...