জলঢাকায় অগ্নিকাণ্ডে ৩০ ঘর ভস্মীভূত
জলঢাকা প্রতিনিধি, নীলফামারী:
নীলফামারীর জলঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি পরিবারের ৩০টি টিনশেড ঘর ভস্মীভূত হয়ে গেছে।
গত বৃহস্পতিবার রাতে পৌরসভার বগুলাগাড়ী মাথাভাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পাড়াটিতে। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার আগেই ওই এলাকার ১৪টি পরিবারের ৩০টি ঘরসহ আসবাবপত্র, ধানচালসহ নগদ অর্থ গহনা পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধকোটি টাকা ধারণা করা হচ্ছে বলে জানান পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু।
এদিকে, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল, আলম, মনছুর, মনোয়ার, মোতালেব, আবু তালেব, রশিদুল, জমিলা, আব্দুল হক, রশিদুল, মাহিদুল, আনোয়ার, আতোয়ার, মাহাবুদ্দিন, ছোরতোন।