Connecting You with the Truth

আলমডাঙ্গায় স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

standerd bank (1)সাকিব হাসান, জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা:
গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা আলিফ উদ্দিন রোডের লন্ডন টাওয়ারে স্ট্যান্ডার্ড ব্যাংক লি: এর ৮৯তম শাখা এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান গুলজার আহমেদ। স্ট্যান্ডার্ড ব্যাংক লি: এর ব্যবস্থাপনা পরিচালক বৃহত্তর কুষ্টিয়া জেলার কৃতি সন্তান নাজমুস সালেহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ মকবুলার রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম, পৌর মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা খাতুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশেরপত্রের চুয়াডাঙ্গা জেলা চিফ-রিপোর্টার খন্দকার শাহ্ আলম মন্টু প্রমুখ। ব্যাংকের গণসংযোগ কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদের সঞ্চালনায় ও আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক সুবীর কুমার মণ্ডলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বণিক সমিতির সভাপতি আবু তালেব মিয়া, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গ্র“প কোম্পানির সেক্রেটারি এ এফ এম নিজামুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি বলেন, উদ্বোধনের প্রথম দিন থেকেই আলমডাঙ্গা শাখা অন-লাইন এর মাধ্যমে পরিচালিত হবে। এর ফলে আলমডাঙ্গা শাখার গ্রাহকগণ সারা দেশে স্ট্যান্ডার্ড ব্যাংকের ৮৯টি শাখার যেকোন শাখায় ব্যাংকিং লেনদেন করতে পারবেন। মানিগ্রামসহ বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা দ্রুত আনয়ন করা যাবে। এছাড়াও রয়েছে ইন্টারনেট ও এস.এম.এস ব্যাংকিং সেবা। স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর এই শাখা আলমডাঙ্গাবাসীর সেবায় সর্বদা নিয়োজিত থাকবে বলে তিনি তার অভিমত ব্যাক্ত করেন।

Comments
Loading...