Connecting You with the Truth

ডাবলসের তিন নম্বরে সানিয়া

s-1স্পোর্টস ডেস্ক:
ভারতীয় টেনিস কন্যা, পাকিস্তানি পুত্রবধূ সানিয়া মির্জা এক লাফে ডাবলসের র‌্যাংকিংয়ে তিন নম্বরে চলে এসেছেন। এটিই তার ক্যারিয়ারের সেরা সাফল্য। সানিয়া ৬৮৮৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন। তার আগে আছেন ইটালিয়ান রোবির্টা ভিঞ্চি, এবং সারা ইরানি। টেনিস গ্রেট মার্টিনা হিঙ্গিসের সঙ্গে ‘বিএনএফ পারিবাস ওপেন’ জেতার পরই র‌্যাংকিংয়ে এমন উন্নতি হল সানিয়ার। গত বছর কারা ব্লাকের সঙ্গে এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছিলেন তিনি।

Comments