Connecting You with the Truth

শ্রীনগরে গণপিটুনিতে ডাকাত নিহত

শ্রীনগর প্রতিনিধি, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ শ্রীনগরে এক বাড়িতে ডাকাতি করে ফিরে যাওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে।
গত কাল মধ্যরাত ১টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের পুড়ারবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় ডাকাতদল নগদ ৩০ হাজার টাকা, ১০ ভড়ি স্বর্ণালংকার ও দু’টি মোবাইল সেট নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পুড়ারবাগ গ্রামের হাজী মো. হাসেম তালুকদারের বাড়িতে গত ২৩ মার্চ রাত ১টার সময় ২০-২৫ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে, বাড়ির ৩টি ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ডাকাতি করে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে ডাকাতদলের এক সদস্য মো. ফরিদকে (৩৫) আটকে ফেলে জনতা। এসময় জনতার গণধোলাইয়ে ডাকাতের মৃত্যু হয়। শ্রীনগর থানার সেকেন্ড অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, আমরা রাতে টহলরত ছিলাম। খবর পেয়ে ২টার সময় প্রতিনিধি ঘটনাস্থলে গেলে আহত ডাকাতের মৃত্যু হয়। নিহত ডাকাতের নাম মো. ফরিদ, সে দোহার উপজেলার রানীপুরের মো. রুস্তম আলীর ছেলে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Comments
Loading...