ঝিনাইদহে ৫ শিক্ষার্থী অপহরণের এক ঘন্টা পর উদ্ধার
মনিরুজ্জামানস সুমন,ঝিনাইদহ :
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে ৫ স্কুল শিক্ষার্থী অপহরণের ১ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই শামসুজ্জোহা জানান, হাটগোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হাটবাকুয়া গ্রামের মজিদ মন্ডলের মেয়ে রুমী খাতুন (১১), মুন্নী খাতুন (৬), পদ্মাকর গ্রামের ইরফান আলীর মেয়ে সুমাইয়া (১০), হারুন মিয়ার ছেলে আরিফ হোসেন ও তিওরদহ গ্রামের ইবি মিয়ার ছেলে হৃদয় স্কুল থেকে বাড়ী ফিরছিল। সে সময় হাটগোপালপুর এলাকার মহাসড়ক থেকে একটি সাদা মাইক্রোবাসে ৫ জন লোক তাদের তুলে নিয়ে যায়। এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাদের ধাওয়া করে। পরে পুলিশের ধাওয়া খেয়ে অপহরণকারীরা মাগুরা সদর উপজেলার মির্জাপুর ব্রীজের উপর শিক্ষার্থীদের নামিয়ে রেখে পালিয়ে যায়।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জানান, ৫ স্কুল শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল। তাদের উদ্ধার করে পরিবারের কাছে পৌছে দেওয়া হয়েছে। অপহরণের সাথে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।