Connecting You with the Truth

ঝিনাইদহ কালীগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন না করায় ভ্রাম্যমান আদালতে ১৮ প্রতিষ্ঠানকে জরিমানা

Mobile Court Pic in Kaligonjমনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ :

মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ১৮ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহানাজ পারভিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ হাজার ৩ শ টাকা জরিমানা করেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইউনুছ আলী জানান, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় ১৮ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে ১৮ টি মামলা দায়ের করে ৪ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তারা জরিমানার টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করায় জেল-হাজতের হাত থেকে রক্ষা পান।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহানাজ পারভিন জানান, স্বাধীনতা দিবসে প্রতিটি সরকারি, বে-সরকারি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক। পতাকা উত্তোলন না করে তারা জাতীয় কর্মসূচিকে অবঙ্গা করায় ভ্রাম্যমান আদালত তাদের জরিমানা করেছে।

Comments
Loading...