Connecting You with the Truth

হোসেনপুরে ব্রহ্মপুত্রের সণানোৎসবে লাখো পূর্ণার্থী

ছবি-১ ছবি-২

মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ) কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী সণানোৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পূর্ণার্থীরা ব্রহ্মপুত্রের জলে সণান করে পাপ মুচনের জন্য প্রার্থনা করেছেন। সণান শেষে পূর্ণার্থীরা কুলেশ্বরী দেবালয়ে প্রসাদ বিতরন ও পুজা-অর্চনায় অংশ নেন। হোসেনপুর মডের প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল জানান, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের পর হোসেনপুরের ব্রহ্মপুত্র নদে দেশের দ্বিতীয় বৃহত্তম অষ্টমী সণানোৎসবে এ বছর লাখো পূর্ণার্থীর আগমন ঘটেছে। এ উপলক্ষে স্থানীয় কয়েকটি সেচ্চাসেবী সংগঠন শিশু কিশোরদের চিত্ত-বিনোদনের জন্য নাগরদোলার পাশাপাশি ঘুড়ি উড়ানো প্রতিযোগীতার আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান মোঃ আযুব আলী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউল আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ব্রহ্মপুত্রের স্মান ঘাট পরিদর্শন করেন। তাছাড়া, কুলেশ্বরী দেবালয়, উপজেলা পরিষদ চত্বর সহ বিভিন্ন জায়গায় বিশাল মেলা আয়োজন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সার্বক্ষনিক পুলিশি টহল অব্যাহত থাকার পাশাপাশি পূর্ণার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যস্টনি তৈরী করেছে স্থানীয় প্রশাসন।

Comments
Loading...