Connecting You with the Truth

মামুনুল ইসলাম ভারতীয় সুপার লিগে

057
স্পোর্টস ডেস্ক:
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ইন্ডিয়ান সুপার লিগ(আইএসএল) ফুটবলে বাংলাদেশ দলপতি মামুনুল ইসলামকেও দেখা যাবে । সৌরভ গাঙ্গুলীর মালিকানাধীন অ্যাথলেটিকো ডি কলকাতার সঙ্গে দেশসেরা এ প্লেমেকারের সমঝোতা হয়ে গেছে বলে নিশ্চিতি করেছেন মামুনুলের এজেন্ট জিএম জুলফিকার হায়দার। চুক্তির আনুষ্ঠানিকতা সারতে আগামী ৫ সেপ্টেম্বর অ্যাথলেটিকোর কর্তারা ঢাকায় আসবেন বলেও খবর পাওয়া গেছে। ভারতীয় ফুটবলে প্রাণ ফেরানোর চেষ্টা হিসেবেই ক্রিকেটের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) আদলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আইএসএল আয়োজন করতে যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(এআইএফএফ)। আট ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ১২ অক্টোবর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। এরই মধ্যে জমকালো এ পরিকল্পনার অংশ হয়েছেন ভারতের দুই ক্রিকেট লিজেন্ড শচীন ও সৌরভ। দুজনে যথাক্রমে কোচি ও কলকাতা ফ্র্যাঞ্চাইজির আংশিক মালিকানা নিয়েছেন। মালিকদের তালিকায় বলিউড সেলিব্রেটিদের নামও আছে। গৌহাটি,মুম্বাই ও পুনের মালিক হয়েছেন যথাক্রমে জন আব্রাহাম, রনবীর কাপুর ও সালমান খান। এদিকে,এরই মধ্যে নিলাম হয়ে গেছে ভারতের স্থানীয় ফুটবলারদের। প্রথম পর্বের ওই নিলামে সবমিলিয়ে প্রায় ২৪ কোটি রুপি খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে চলছে বিদেশিদের দলে ভেড়ানোর কাজ। ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ও সাবেক জুভেন্টাস তারকা ত্রেজেগে এরই মধ্যে পুনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ব্রাজিলিয়ান জিনিয়াস রোনালদিনিহোর সঙ্গে কথা প্রায় পাকাই করে ফেলেছে চেন্নাই। ইতালির বিশ্বকাপজয়ী ফুটবলার ডেল পিয়েরোকে দেখা যেতে পারে দিল্লী দলে। আর বিশ্বফুটবলের সাবেক দুই তারকা ক্যাপডেভিয়া ও থিয়েরি অঁরির ব্যাপারেও দ্রুতই ঘোষণা আসতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে।

Comments
Loading...