বিমান তো নয়, যেন রাজমহল!
রকমারি ডেস্ক:
অধিকাংশ মানুষের কাছেই প্রাইভেট জেট মানে ৬৫ মিলিয়ন ডলারের দ্য গালফস্ট্রিম জি৬৫০, বা বোমবারডিয়ার গ্লোবাল সিরিজের এয়ারক্রাফটগুলো। কিন্তু অল্প কিছু মানুষ আছে যারা আরো ব্যয়বহুল ও রাজকীয়ভাবে বিমান ভ্রমন করতে চায়। তাদের জন্য বোয়িং প্রাইভেট বিমানের ‘ভিআইপি’ ভার্সন বিক্রি শুরু করেছে। এরকমই একটি বিমান বোয়িং ৭৪৭ এর ভেতরকার কিছু ছবি।