Connecting You with the Truth

মনবাকসোয় সঙ্গে কণা-এলিটা ও চিরকুট

b-9
বিনোদন ডেস্ক:
সংগীতশিল্পী ও নির্মাতা অঞ্জন দত্ত নির্মাণ করছেন বাংলাদেশি চলচ্চিত্র ‘মন বাকসো’। এবার এ ছবির সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশি সংগীতশিল্পী কণা- এলিটা এবং ব্যান্ড চিরকটু। কণা ও এলিটা এ ছবিতে দুটি গানে কণ্ঠ দেবেন। এছাড়া চিরকুট ব্যান্ড একটি গান করবে ছবিটির জন্য। শুধু তাই নয়, এ ছবির গানে কণ্ঠ দিবেন কলকাতার অনুপম, সোমলতা ও রুপম ইসলাম। এছাড়া ছবিটিতে অঞ্জন দত্ত একটি রবীন্দ্রসংগীত গাইবেন এবং তিনটা কবিতা পড়বেন তিনি। ১ সেপ্টেম্বর সকালে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ছবিটির প্রযোজনা সংস্থা। ছবিটির কাহিনী, সংলাপ ও গান লিখেছেন তুষার আবদুল্লাহ। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করবেন অঞ্জন দত্তের ছেলে নীল দত্ত। ছবিতে অভিনয় করছেন অঞ্জন দত্ত, নিরব ও মিম, নিলয়, কল্যাণ, তানভীর ও অনি। ১৫ নভেম্বর থেকে ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নির্মাতা সিলেটে ছবির লোকেশন চূড়ান্ত করেছেন। ঢাকা এবং সিলেটের বিভিন্ন জায়গায় ছবিটির শ্যুটিং হবে বলে জানা গেছে।


Comments
Loading...