বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারসহ ২৮ জেলে অপহৃত
বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে ২৮ জেলেসহ একটি ফিশিং ট্রলার জলদস্যুরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোর ৫টায় এঘটনা ঘটলেও এখনো তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।
ট্রলার মালিক জানান, এফবি নজরুল নামের ট্রলারটি নিয়ে ৩০ জন জেলে গতকাল সমুদ্রে মাছ ধরতে যায়। এসময় জলদস্যুরা সেখানে হামলা করে। তাদের অপহরণের পর দুই জেলে সমুদ্রে লাফিয়ে পড়েন।
পরে বাদশা ও সোলেমান নামে ওই দুই জেলেকে অন্যান্য ট্রলার উদ্ধার করলে, মুঠোফোনে তারা খবর পাঠায়। এঘটনায় কোস্টগার্ড সাগরে অভিযান চালাচ্ছে।