Connecting You with the Truth

খালেদার নির্দেশে নির্বাচন বয়কট, ফোনালাপ প্রকাশ (অডিও সহ )

Phone

নিজস্ব প্রতিনিধি:

তিন সিটি করপোরেশন নির্বাচন বয়কট করার বিষয়টি নিয়ে বিএনপি’তে আলাপ-আলোচনা- ভোট শুরু হওয়ার আগেই শুরু হয়েছিলো। এমনটাই স্পষ্ট হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া দু’টি টেলিফোন সংলাপে।

ফাঁস হওয়া প্রথম টেলি সংলাপটি বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে মাঠ পর্যায়ের কর্মী পরিচয় দানকারী এক ব্যক্তির। তাতে ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই বয়কটের বিষয়টি উঠে আসে।

ফাঁস হওয়া দ্বিতীয় টেলি সংলাপটি স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের। এই কথোপকথনে জানা যায়, শিমুল বিশ্বাসকে অপেক্ষায় রেখে মওদুদ ভোট বয়কটের ব্যাপারে তাবিথ আউয়ালের সাথে কথা বলেন।

টেলি সংলাপে মওদুদ দুপুর ১২টার যে ডেডলাইন দিয়েছিলেন, নয়াপল্টনে ভোটবর্জন ঘোষণার সংবাদ সম্মেলনটি তার পরপরই অনুষ্ঠিত হয়।

   “অডিওটি শুনতে চাইলে ক্লিক করুন”

 

Comments
Loading...