Connecting You with the Truth

টুর্নামেন্টের সেমিতে ওঠেন সানিয়া

s-5
স্পোর্টস ডেস্ক:
ইউএস ওপেনে দারুণ সময় পার করছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। ফ্লাসিং মিডোয় রীতিমত আলো ছড়াচ্ছেন তিনি। মিক্সড ডাবলসের পর মহিলা ডাবলসের সেমিফাইনালে উঠেছেন এই ভারতীয়। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে চীনের ই-ফান ও কাজাখস্তানের জারিনা ডায়াসকে ৬-১, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের পার্টনার কারা ব্ল্যাককে সঙ্গে নিয়ে টুর্নামেন্টের সেমিতে ওঠেন সানিয়া। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ইন্দো-জিম্বাবুইয়ান জুটি। প্রথম সেটটি তারা জিতে নেয় ৬-১ ব্যবধানে। এদিকে, দ্বিতীয় সেটটিতে তারা জয় পেয়েছে বিনা কষ্টেই! ১-০ ব্যবধানে এগিয়ে থাকার সময় চোটের জন্য সরে দাঁড়াতে বাধ্য হয় ফ্যান-ডায়াস জুটি। সেমিফাইনালে মার্টিনা হিঙ্গিস ও ফ্ল্যাভিয়া পেনেত্রা জুটির বিপক্ষে মাটে নামবে সানিয়া-ব্ল্যাক জুটি।


Comments
Loading...