Connecting You with the Truth

দিনাজপুরে যোগাযোগ উন্নয়নমূলক মতবিনিয় সভা অনুষ্ঠিত

সদর প্রতিনিধি, দিনাজপুর:
গত বুধবার দিনাজপুর কোট চত্বর এলাকায় সমবায় ভবনে স্থানীয় ও জেলা পর্যায়ের আদিবাসী বান্ধব এর অংশগ্রহণে উইম্যান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ডাব্লিউসিডিবি) এর আয়োজনে এবং আইপিডিএস ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা যোগাযোগ উন্নয়নমূলক এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিডিপি’র সভাপতি ফাবিয়ান মণ্ডল। এ সময় আরও উপস্থিত ছিলেন, উইম্যান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ডাব্লিউসিডিবি)’র পরিচালক সন্ধ্যা মালো, আদিবাসী নেতা এ্যাড. গণেশ সরেন, এ্যাড. খন্দকার মো. মাসুদ, এ্যাড. রাজু আহমেদ, এ্যাড. নরেন চন্দ্র প্রামাণিক, এ্যাড. আল ফোনস মারান্ডি প্রমুখ।
বক্তারা বলেন, দিনাজপুর জেলার দক্ষিণ সীমান্তের উপজেলা হচ্ছে ঘোড়াঘাট যা ৯টি সম্প্রদায়ের আদিবাসী অধ্যুষিত একটি উপজেলা। বহুযুগ ধরেই এসব আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। এই দিশেহারা আদিবাসীদের সঠিক দিক নির্দেশনা ও সহযোগিতা প্রদান করার জন্যই মূলত এই আলোচনা সভাটির আয়োজন করা হয়েছে।

Comments
Loading...