পাকিস্তানের সংসদের সামনে বিক্ষোভকারিদের উদ্দেশে ফুলের তোড়া
প্রায় ২০০টি ফুলের তোড়া পাঠানো হল প্রতিবাদীদের উদ্দেশ্যে। যারা প্রবল বৃষ্টির মধ্যে পাকিস্তানের সংসদের সামনে বিক্ষোভ করছেন তাদের উদ্দেশ্যে শুক্রবার এই ফুলের তোড়া পাঠান হয়েছে। তবে কে পাঠিয়েছে তা জানা যায়নি। এদিন ভোরে সেই ফুল দেখতে পান প্রতিবাদীরা।
গত ১৫ আগস্ট থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই প্রতিবাদ চলছে। এদিন সংসদের সামনে ছিল সেই ফুলের তোড়া। তার সঙ্গে লেখা ছিল ”ইনকিলাব মার্চ”। যারা এই বিক্ষোভের বলি হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই ফুলের তোড়া পাঠান হয়েছে বলে একটি সূত্র থেকে জানা গিয়েছে।