Connecting You with the Truth

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ২৬

Kurigram Road Accident photo-(2) 09.05.2015

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ত্রিমোহনী এলাকায় বাস খাদে পড়ে নিহত ১ এবং আহত হয়েছে আরও ২৬ যাত্রী।   শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ভাইবোন পরিবহন নামে নৈশ্য কোচ কুড়িগ্রামের ত্রিমোহনীর হেনাইজের তল এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে উল্টে পড়ে। ঘটনাস্থলে একজন নিহত এবং আহত হয়েছে অন্তত ২৬জন। আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮জনের অবস্থা আশংকাজনক।

গাড়ীটি ঢাকা থেকে কৃষিশ্রমিকরা রিজার্ভ ভাড়া করে কুড়িগ্রামে ফিরছিল। নিহত কৃষি শ্রমিক নুর হোসেন (৪০) সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নওয়ানী পাড়া গ্রামে বাচ্চা মিয়ার ছেলে বলে জানা গেছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এসতেশাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments
Loading...