Connecting You with the Truth

আটপাড়া উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মোফাজ্জল হোসেন খান, নেত্রকোনা সদর:
নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদের ২১ সেপ্টেম্বর নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মো. মাহে আলম প্রার্থীদের মাঝে প্রতীক বরদ্দ করেন।
জানা গেছে, আটপাড়া উপজেলা পরিষদের আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খায়রুল ইসলাম (দোয়াত-কলম), উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মো. খায়রুল ইসলাম (কাপ-পিরিচ), জেলা কৃষকলীগ সভাপতি কেশব রঞ্জন সরকার (মোটর সাইকেল), বিএনপি সমর্থিত প্রার্থী মো. রফিকুল ইসলাম (আনারস), সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মাজু (ঘোড়া), ভাইস চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান কানন (মাইক), ঈশাখা (টিউবওয়েল), চন্দন খান ( বৈদ্যুতিক বাল্ব), মাহমুদুন্নবী টুটুল (টিয়া পাখি), সাইফুল ইসলাম (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লিপি আক্তার (ফুটবল), শারমীন নূরী (পদ্মফুল), রেখা আক্তার (কলসি) প্রতীক পেয়েছেন।

Comments
Loading...