Connecting You with the Truth

আবারও ইতালির রানী শারাপোভা

s-4স্পোর্টস ডেস্ক:
২০১২ সালের পর আবারও ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন মারিয়া শারাপোভা। রোববার টুর্নামেন্টের ফাইনালে কার্লা সুয়ারেজ নাভারোকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেন তিনি। টেনিস র‌্যাংকিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা এদিন ৪-৬, ৭-৫ এবং ৬-১ গেমে হারান দশম বাছাই সুয়ারেজ নাভারোকে। ইতালিয়ান ওপেনে এটি তার তৃতীয় শিরোপা। গত মৌসুমে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন মারিয়া শারাপোভা। এরপরের সময়টা মোটেই ভালো কাটছিল না তার। চোট-আর ফর্মহীনতার সঙ্গে নিয়মিতই লড়াই করতে হয়েছে তাকে। তবে কখনোই নুইয়ে পড়েননি তিনি। দুই সপ্তাহ আগে রোম মাস্টার্সেও নি¯প্রভ ছিলেন ২৮ বছর এই টেনিস খেলোয়াড়। কিন্তু ইতালিয়ান ওপেনেই স্বরুপে ফিরলেন শারাপোভা। ফাইনালে ¯েপনের দশম বাছাই কার্লা সুয়ারেজ নাভারোকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। মেজর এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শারাপোভা। ফ্রেঞ্চ ওপেন শুরুর ঠিক আগে ইতালিয়ান ওপেনের শিরোপা জেতায় দারুণ উচ্ছ্বাসিত মাশা।

Comments
Loading...