ইন্টারনেট সুবিধা বঞ্চিত দেশের ৮২ শতাংশ মানুষ
রকমারি ডেস্ক:
বর্তমানে দেশের মোট জনগোষ্ঠীর মাত্র ১৮ শতাংশের কাছে ইন্টারনেট সুবিধা রয়েছে। যদিও এর প্রায় দ্বিগুণ পরিমাণ ইন্টারনেট সংযোগ চালু অবস্থায় আছে বলে কাগজে কলমে উল্লেখ রয়েছে, জানান এই খাতের একজন বিশ্লেষক। বর্তমানে দেশে ৪ কোটি ৪৬ লাখের বেশি ইন্টারনেট সংযোগ চালু আছে। তবে এর মধ্যে মাত্র ২ কোটি ৮০ লাখ ইউনিক ইউজার আছে। বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে এ তথ্য জানান রবির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট শাহেদ আলম। সেখানে তিনি আরও জানিয়েছিলেন, ২০০৮ সালের শেষের দিকে প্রাপ্ত হিসেব অনুযায়ী প্রতি সেকেন্ডে ব্যবহৃত ডেটার পরিমাণ ২.৩৩ গিগাবিট হলেও ২০১৪ সালের ডিসেম্বরে এটি দাঁড়িয়েছে ৬৯ গিগাবিটে। দেশের প্রায় ৮২ শতাংশ মানুষ এখনও ইন্টারনেট সুবিধা পায়নি। আর বিশ্ব ব্যাংকের নলেজ ইকোনমি ইনডেক্সে ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৭তম। বিশ্লেষকদের মতে, বাংলাদেশে খুব দ্রুতই ডিজিটালাইজেশন হচ্ছে। তবে নীতি নির্ধারণী পর্যায়ে কিছু নির্দিষ্ট বিষয়কে আরও গুরুত্ব দিয়ে কাজ করা উচিত বলেও মনে করছেন তারা।