Connecting You with the Truth

হাইকোর্টের নিদের্শে স্থগিত হল বার কাউন্সিলের নির্বাচন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করছে হাইকোর্ট। একই সঙ্গে ২০০৩ সালের বার কাউন্সিলের সংশোধিত আইনের ৩ ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

ভোটার তালিকা ও ভোট পদ্ধতি নিয়ে আপত্তি থাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী  ইউনুস আলী আকন্দ এই রিট আবেদন করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ, রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। বার কাউন্সিলের পক্ষে সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ, আগামী ২৭ মে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Comments
Loading...