Connecting You with the Truth

জাতীয় শোক দিবসে শার্শায় বহুমুখী কর্মসূচি

মো. মিলন কবির, বাগআচড়া, যশোর:
জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার সকালে শার্শায় ছাত্রছাত্রীদের শোক র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ টি এম শরিফুল আলম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জু ।
অনুষ্ঠানে শার্শা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে তেরজন ছাত্রের মাঝে মোট ৪,৬০,০০০/-(চার লক্ষ ষাট) হাজার টাকার চেক ও সনদপত্র তুলে দেন আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি। এছাড়া তিনি ব্যক্তিগতভাবে দু’জনের মাঝে চেক তুলে দেন। কিছুদিন পূর্বে শার্শায় গাছ চাপা পড়ে মারা যান সেই পরিবারকেও চেক প্রদান করা হয়। এরপর শার্শা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে খেলাধুলা, ছবি আঁকা, আবৃতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে রচনা লেখায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।

 

Comments
Loading...