সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আলেপ্পো শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় ২৩ জন বেসামরিক নাগরিক নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় একটি ভবন ধসে পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এতে স্থানীয় একটি মসজিদ ও মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। সিরিয়ায় ৪ বছর ধরে চলে আসা গৃহযুদ্ধের অবসানে জাতিসংঘের প্রতিনিধিরা সোমবার দু’দিনের সফরে দামেস্কে পৌঁছানোর কয়েক ঘণ্টার মাথায় এ বিমান হামলার ঘটনা ঘটলো।
আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসার ব্যাপারে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেমসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংস্থাটির বৈঠকে বসার কথা ছিল।
অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আলেপ্পো শহর থেকে বিদ্রোহীদের হটাতে বেশ ক’দিন ধরেই শক্ত অবস্থানে যায় সরকারি বাহিনী। এতে শহরের বেসামরিক নাগরিকদের জীবন হুমকির মুখে পড়ে।