Connecting You with the Truth

কাজি নজরুল ইসলামের কবিতা থেকে নাটক

b-6
বিনোদন ডেস্ক:
‘তোমার কন্ঠে রাখিয়া এসেছি মোর কন্ঠের গান/ এইটুকু শুধু রবে পরিচয়? আর সব অবসান ?’- এটি কাজী নজরুল ইসলামের ‘গানের আড়াল’ কবিতার প্রথম দুই লাইন। এ কবিতা অবলম্বনে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক। সম্প্রতি এর দৃশ্যধারণ শেষ হয়েছে। নাটকের নাম ‘শেষ হয়না বেলা’। চিত্রনাট্য ও পরিচালনা নাহিদ আহমেদ পিয়াল। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, বন্যা মির্জা ও মাজনুন মিজান। এছাড়া সুবর্ণার তরুণী বয়সের চরিত্রে অভিনয় করেছেন নাজিবা। গল্পে দেখা যাবে, সঙ্গীতশিল্পী সুবর্ণা মুস্তাফা। টিভি অনুষ্ঠানে এক দর্শক ফোনে একটি গানের অনুরোধ করে। গানটির সঙ্গে সুবর্ণার অতীত জড়িত। তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন। সিদ্ধান্ত নেন, আবার সেই অতীতকে খুঁজে বের করবেন। ২৯ আগস্ট কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার হবে।



Comments
Loading...