Connecting You with the Truth

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উঁপলক্ষে দিনাজপুরে গণ সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি : ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উঁপলক্ষে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে সমতল আদিবাসীদের স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবীতে গণ সমাবেশ। ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬০ তম দিবস উপলক্ষে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে এ গণ সমাবেশে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান।

জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে এবং নাগরিক সমাজের সহযোগিতায় এ গণ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং,জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ সরেন, দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম, হেকস বাংলাদেশের এরকান্ট্রি ডিরেক্টর অনিক আশার ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ সহ অন্যরা। পরে আদিবাসীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Comments
Loading...