দিনাজপুরে নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে নতুন জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছেন মীর খায়রুল আলম। গত বুধবার দিনাজপুর জেলা প্রশাসক ডাক বাংলোর (দিনাজপুর ভবন) কার্যালয়ে লিখিতভাবে বিদায়ী জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী নবাগত জেলা প্রশাসক মীর খায়রুল আলমকে জেলা প্রশাসকের দায়িত্বভার অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা প্রমুখ।

উল্লেখ্য, দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক মীর খায়রুল আলম ইতিপূর্বে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি’র (বিআরটিএ) উপ-পরিচালক হিসাবে কর্মরত ছিলেন।

Comments
Loading...