Connecting You with the Truth

দাউদকান্দিতে গাঁজাসহ যুবক গ্রেফতার

 
নুরুল আমিন মিয়াজী, দাউদকান্দি, কুমিল্লা:
দাউদকান্দিতে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় বাসে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়। ঢাকাগামী নিউ যাত্রীসেবা বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি করে ৬টি প্যাকেটে মোট ১২ কেজি গাঁজা বস্তার ভিতর থেকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি কুমিল্লা সদর দক্ষিণের লক্ষ্মীপুর মিয়াজী বাড়ীর অহিদ মিয়ার পুত্র মো. ইকবাল হোসেন (২২)। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments
Loading...