Connecting You with the Truth

চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা নজরুলের ৬ মাসের কারাদণ্ড

মো. মনির হোসেন পাটোয়ারী, চাটখিল, নোয়াখালী:
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার মাদক বিক্রেতা মো. নজরুল ইসলাম (২৫)কে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। থানা ও নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানার এসআই মো. খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সকাল ১০টায় চাটখিল উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের কাচারী বাজারস্থ পুলের গোড়া থেকে গাঁজা বিক্রি অবস্থায় একই উপজেলার বদলকোট ইউনিয়নের মানিকপুর খামার বাড়ির মিরন মিয়ার পুত্র মাদক বিক্রেতা নজরুল ইসলামকে আটক করে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের আদালতে উপস্থিত করলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনী ২০০৪এর ১৯ (১) টেবিল ৭ এর (ক) ধারায় মাদক বিক্রেতা ও সেবনকারী নজরুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।

Comments
Loading...