দিনাজপুরের হিলি সীমান্তে ২ বাংলাদেশি আটক
দিনাজপুর প্রতিনিধি : অবৈধপথে ভারতে যাওয়ার সময় হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল সাড়ে ৬টায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন হাকিমপুর উপজেলার ফকিরপাড়া গ্রামের আবদুল গাফফারের ছেলে আবদুর রশীদ (২৭) এবং একই এলাকার মৃত এরশাদ আলীর স্ত্রী রশীদা বেগম (৩০)।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল জব্বার জানান, সকালে সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে ওই দুজন চোরাচালানের পণ্য আনার জন্য ভারতে যাওয়ার সময় কর্তব্যরত বিজিবি সদস্য তাদের আটক করেন। পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।
এই ঘটনায় বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলেও তিনি জানান।