আবার একসঙ্গে ন্যান্সি ও কনা
বিনোদন ডেস্ক:
জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী কনা ও ন্যান্সি আবার একসঙ্গে কাজ করলেন। এবার একটি বিজ্ঞাপনচিত্রে শোনা যাবে দু’জনের কণ্ঠ। গান নয়, রূপায়ন সিটির এই বিজ্ঞাপনে ন্যান্সি হামিং করেছেন। আর কনা দিয়েছেন ধারা বর্ণনা। সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু। গত ১১ সেপ্টেম্বর এর রেকর্ডিং হয়েছে। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন আনজাম মাসুদ। তিনি বলেন, ‘গায়িকাদের কথা তুললে এখন কনা আর ন্যান্সির নামই আসে সবার আগে। দু’জনকে একসঙ্গে কাজ করাতে পেরে ভালো লাগছে। চলতি মাসেই টিভিতে এর প্রচার শুরু হবে।’ এর আগে তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্ম পাতার জল’ ছবির একটি দ্বৈত গান গেয়েছিলেন কনা ও ন্যান্সি। তবে ছবিটির গানের অ্যালবাম এখনও প্রকাশ হয়নি।