Connecting You with the Truth

গ্রিসকে মানবিক সহায়তা দিতে ইচ্ছুক রেড ক্রস

আন্তর্জাতিক ডেস্ক : জার্মান রেডক্রস জানিয়েছে, গ্রিসের অর্থনীতি মুখ থুবড়ে পড়ায় তারা সেখানে দ্রুত চিকিৎসাসহ অন্যান্য মানবিক সহায়তা দিতে ইচ্ছুক। বুধবার জার্মান রেডক্রসের মুখপাত্র ডিটার স্কুজ এক সাক্ষাতকারে লিপজিগার ভলকজেটাং পত্রিকাকে বলেন, ‘আমরা যে কোন ধরনের মানবিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি। দেশটিতে ‘পেনশনভোগী, দরিদ্র অসুস্থ ও শরণার্থীরা’ সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন বলেও জানান তিনি।

গ্রিসে ওষুধের অপ্রতুল মজুদের কথা তুলে ধরে স্কুজ বলেন, ‘দেশটিতে ইতোমধ্যে চিকিৎসা ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। অর্থনীতি সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে দেশটি যে নীতি গ্রহণ করেছে জার্মান সরকার তার প্রধান বিরোধী বলে দেখা হচ্ছে। গ্রিসের অর্থনীতির সংস্কার ছাড়া সেখানে নতুন করে ঋণ প্রদানের অনুমতি তারা দেয়নি। অর্থনৈতিক ব্যবস্থার ধসের আশঙ্কায় ২৮ জুন থেকে গ্রিসের ব্যাংকগুলো বন্ধ রয়েছে। সূত্র: এএফপি

Comments
Loading...