Connecting You with the Truth

ওয়ানডের নতুন নিয়ম নিয়ে যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক:
ওয়ানডেতে ব্যাট বলের লড়াইয়ে ভারসাম্য আনতে নতুন কিছু নিয়ম অনুমোদন করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং পাওয়ার প্লে থাকবে না। এছাড়াও ফিল্ডিংয়েও বেশ কয়েকটি পরিবর্তন এনেছে সংস্থাটি। নতুন এই নিয়ম কার্যকর হবে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে ম্যাচ থেকে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তামিমকে কেন বারবার বাংলাদেশকেই নতুন নিয়মে পড়তে হয় জানতে চাইলে বলেন, ‘এটা ঠিক বলেছেন, কিভাবে যেনো আমরাই সবসময় এটায় পড়ে যাই। আসলে যে কোনো দলের জন্য এটা অনেক বড় মাথা ব্যাথার কারণ। আপনি আগে থেকে পরিকল্পনা করে রাখতে পারেন কিন্তু মাঠে গিয়ে অনেক সময় পরিকল্পনার বাইরে গিয়ে কাজ করতে হয়।’ নতুন নিয়মে অভ্যস্থ হতে বাংলাদেশের কতো সময় লাগবে জানতে চাইলে তিনি (তামিম) আরো বলেন, ‘আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি, এই নতুন নিয়মের সাথে পুরোপুরি অভ্যস্থ হতে একটা-দুইটা ম্যাচ লাগতে পারে। পুরো ব্যাপারটার সঙ্গে অভ্যস্থ হতে কিছু সময় লাগবেই। কেননা যখন চারটা ফিল্ডার বাইরে, একটা ফিল্ডার ভিতরে; এই নিয়ম শুরু হল প্রথমে সবাই কিন্তু এক-দুই ম্যাচ পাজলড ছিলো। কিছুদিন গেলেই অভ্যস্থ হয়ে যাওয়া যায়।’

Comments
Loading...