Connect with us

আন্তর্জাতিক

পূর্ব এশিয়ায় আমেরিকার গোয়েন্দা বিমান

Published

on

ef330143aa171ca61f35794be293d320_XLপূর্ব এশিয়ায় গোয়েন্দা বিমানের ফ্লাইট  পরিচালনার পক্ষে সাফাই গেয়েছে আমেরিকা। একজন শীর্ষ পর্যায়ের মার্কিন কর্মকর্তা বলেছেন, চীনের সামরিক শক্তি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এসব গোয়েন্দা ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

তবে, মার্কিন এ তৎপরতার বিপরীতে চীন গত মাসে বলেছে, বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যকার ক্ষতিগ্রস্ত সম্পর্ক মেরামত করতে হলে আমেরিকাকে এ ধরনের ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হবে।

এ নিয়ে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল রাসেল গতকাল (শুক্রবার) গোয়েন্দা বিমান পরিচালনার পক্ষে যুক্তি দেখিয়েছেন। তিনি বলেছেন, চীন যে সামরিক শক্তি গড়ে তুলছে তাতে স্বচ্ছতা নেই। এ জন্য আমেরিকা এ ধরনের গোয়েন্দা ফ্লাইট পরিচালনার অধিকার রাখে।

ড্যানিয়েল রাসেল বলেন, অস্বচ্ছভাবে চীনের সামরিক শক্তি বেড়ে যাওয়ার কারণে প্রতিবেশি কয়েকটি দেশের মধ্যে উদ্বেগ রয়েছে। আমরা মনে করি, এ বিষয়ে স্বচ্ছতা আনলে চীনসহ সবাই লাভবান হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *