আমাদের উচিৎ সম্মিলিত ভাবে শ্বেতার পাশে এসে দাড়ানো: দীপিকা
বিনোদন ডেস্ক:
জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী শ্বেতা বসুকে নিয়ে মিডিয়া এখন একের পর এক ‘মুখরোচক’ খবর প্রকাশ করছে। ঠিক এই সময়ে উল্টো পথে হেঁটে শ্বেতার সমর্থনে সরাসরি মু খ খুললেন বলিউড তারকা দীপিকা পাড়–কোন। এই বলিউড সুন্দরী এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে পরিষ্কার জানিয়েছেন, নিজের এবং পরিবারের স্বার্থে কেউ যদি এভাবে অর্থ উপার্জন করতে চান, তাতে তো কোনো সমস্যা থাকার কথা নয়। শুধু তাই নয় রীতিমত প্রশ্ন তুলে তিনি মন্তব্য করেন, কেন আমরা এই বিষয়টাকে কলঙ্কের নাম দিচ্ছি? কেন আমরা এগিয়ে এসে ওকে সাহায্য করছি না? শ্বেতাকে খাটো না করে আমাদের উচিৎ সম্মিলিত ভাবে ওর পাশে এসে দাড়ানো। তবে এর আগে আরেক বলিউড তারকা রানী মুখার্জিকে শ্বেতার প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি প্রসঙ্গ এডিয়ে যান।