পেলের ব্রাজিলের কোচের প্রস্তাব প্রত্যাখান করার কারণ
স্পোর্টস ডেস্ক:
ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার। অসাধারণ সব পারফরমেন্স করে নিজেকে নিয়ে গেছেন অন্যন্য উচ্চতায় ফুটবলের কালো মানিক খ্যাত পেলে। তার সময়েই তিনবার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ব্রাজিল। কিন্তু তারপরও খেলা ছাড়ার পর কেন কোচ হলেন না তিনি। এমন প্রশ্ন অনেকের মনেই ঘোরপাক খাচ্ছে। এমন তো নয় যে, সেরা খেলোয়াড়দের কোচ হিসেবে সফল না হওয়ার নজির নেই। কিন্তু তারপর কোচিং পেশাকে বেচে নিলেন না কেন? অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন পেলে। খেলোয়াড় হিসেবে নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, নিজের যে একটা ভাবমূর্তি গড়ে তুলেছেন, সেটাকে ঝুঁকির মধ্যে না ফেলাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি। ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব অনেকবার পেয়েছেন পেলে। সম্প্রতি শেষ হওয়া নিজেদের মাটিতে বিশ্বকাপে জার্মানীর বিপক্ষে ৭-১ গোলের বিভীষিকার পরও তাকে প্রস্তাব দেয়া হয়েছিল জাতীয় দলের কোচ হওয়ার। কিন্তু সেলেসাওদের এই প্রস্তাবে রাজী হননি পেলে। খেলোয়াড় হিসেবে হিসেবে তিনবার বিশ্বকাপ জেতা এই তারকা বলেন, ‘প্রস্তাব পাওয়াটা আমার জন্য ছিল সম্মানের। কারণ ব্রাজিলের মানুষ আমার ওপর আস্থা দেখিয়েছে। কিন্তু এই ঝুঁকিটা আমি নিতে পারি না। আসলে শুধু ব্রাজিল দলের কোচ হওয়ার প্রস্তাব নয়, প্রতি সপ্তাহেই বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসে।’ কিন্তু সেসব প্রস্তাব দিয়ে লাভ হবে না। কোচিং যে করাবেন না, এমন সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে রেখেছিলেন পেলে। এর পেছনে কারণও আছে। ফুটবলে কোচদের সব সময়ই বলির পাঁঠা বানানো হয়। এ বিষয়ে পেলে বলেন, ‘দল সফল না হলে কোচের কী দোষ বলুন। খেলোয়াড়েরাই তো নির্দেশনা মানতে ব্যর্থ হয়। কিন্তু দলের পরাজয়ের জন্য সব সময় কোচকেই দোষী করা হয়।’ ব্রাজিল দলের কোচ না হলেও দলের প্রতি তাঁর পরামর্শ বা নির্দেশনার অভাব নেই। বিশ্বকাপের আগে থেকে যে কথাটা বলে আসছিলেন, সেটাই বললেন আরও একবার। ব্রাজিলের এই দলটা অতিমাত্রায় নেইমারনির্ভর। বিশ্বকাপের পরও দৃশ্যটা পাল্টায়নি বলে মনে করছেন তিনি। তার মতে বিশ্বকাপে ব্যর্থতার হতাশা পেছনে ফেলে ভবিষ্যতে নজর দিতে টিম ব্রাজিলকে নজর দিতে হবে। তার বিশ্বাস হারানো গৌরব পুনরুদ্ধার করতে হলে এখন থেকেই ঐক্যবদ্ধ একটি দল গঠনের দিকে মনোযোগ দিতে হবে। ভবিষ্যতে সফল হতে হলে কোনো ব্যক্তি তারকার নৈপুণ্য নয়, বরং দল হিসেবেই খেলতে হবে ব্রাজিলকে। এ বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের বিপর্যয়ে মূলত বলার কিছুই থাকে না। আমরা ভিন্ন একটি ফলাফলের আশা করেছিলাম। কিন্তু এটিই ফুটবল, যেখানে সর্বদা কিছু বিস্ময় অপেক্ষা করে। দুর্ভাগ্যবশত আমাদের জন্য বিস্ময়টি ছিল নেতিবাচক।’