Connecting You with the Truth

ইংল্যান্ডের অনুশীলনে টেন্ডুলকারের ছেলে অর্জুন

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ইংল্যান্ড দলের অনুশীলনে নেটে বোলিং করলেন ভারতের কিংবদন্তি খেলোয়াড় শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন। বুধবার টেস্টের আগের দিন ইংল্যান্ডের অনুশীলনে নেটে বল করতে দেখা গেছে অর্জুনকে।

লর্ডসে সেন্ট জোন্স উডে টেন্ডুলকারের নিজস্ব বাড়ি রয়েছে। সেই বাড়ির পাশেই এক ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করেছিলো ইংল্যান্ড। সেই অনুশীলনের খবর পেয়ে সেখানে যোগ দেন টেন্ডুলকারের পুত্র ১৫ বছর বয়সী অর্জুন। পরে সেখানে ইংল্যান্ড বোলারদের পাশাপাশি বল হাতে স্বাগতিক ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করতে দেখা গেছে অর্জুনকে। ইংল্যান্ড অধিনায়ক এ্যালিষ্টার কুক, বেন স্টোকসের বিপক্ষে দীর্ঘক্ষণ বোলিং করেছেন অর্জুন।

নেটে প্রত্যক ডেলিভারির পর অর্জুনের বোলিং নিয়ে টিপস দিয়েছেন ইংল্যান্ডের বোলিং কোচ ওটিস গিবসন। শুধুমাত্র অনুশীলন চলাকালীনই নয়, অনুশীলন শেষেও অর্জুনকে বিভিন্ন টিপস দেন গিবসন।

শুধুমাত্র গিবসনই নন, অনুশীলন চলাকালে কুক-স্টোকসকে দেখা গেছে অর্জুনের সাথে কথা বলতে। বোলিং অনুশীলন শেষে নিজের ব্যাটিং স্টোক নিয়ে নাড়াচাড়া করতে দেখা গেছে অর্জুনকে। তখন অনেকেই ভেবেছিলেন, হয়তো নেটে ব্যাটিং করতেও দেখা যাবে অর্জুনকে। কিন্তু সেটি আর হয়নি।

Comments
Loading...