শ্রীপুরে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, গাজীপুর:
শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ও গোসিংগা ইউনিয়ন যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার সময় উপজেলার গোসিংগা ইউনিয়ন আ’লীগ অফিসে ইউনিয়ন যুবলীগের সভাপতি বুরহান শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন দুলালের পরিচালনায় উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি শামসুল আলম প্রধান। কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বিএ, ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ইউনিয়ন আ’লীগের সভাপতি শাজাহান সরকার, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামাল খান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আ. ছাত্তার সরকার, বিশ্বজিত বনিক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালাউদ্দিন টিপু, গোসিংগা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মোড়ল।
এদিকে গত ১২ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রাজাবাড়ী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও রাজাবাড়ী ইউনিয়নের কৃতিসন্তান উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শিমুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি শামসুল আলম প্রধান। রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের কর্মী সভায় বক্তব্য রাখেন, রাজাবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান, ধলাদিয়া উচ্চ বিদ্যালয়ের তিনবার নির্বাচিত সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য আব্দুল কাদির ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক এ্যাড. আতিকুল ইসলাম, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক বাদল সরকার, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আশরাফুল, সহ-সম্পাদক ওয়াহিদুজ্জামান, আতিকুল ইসলাম, শাজাহান, মোহাম্মদ আলী, শফিকুল ইসলাম শফিক, রাজাবাড়ী ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ আজাদ, রতন শেখ, মকবুল হাসিব, আঞ্চলিক শ্রমিকলীগ নেতা দুলাল, উপজেলা কৃষকলীগের সদস্য সোহানুর রহমান বেলায়েত প্রমুখ।