শেরপুরে সদর উপজেলা নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থীর জনসভা অনুষ্ঠিত
শ্রীবরদী প্রতিনিধি, শেরপুর:
শেরপুর সদর উপজেলা নির্বাচনে জনগণের ভোট প্রয়োগের অধিকার ফিরে পাওয়া উপলক্ষে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ছানোয়ার হোসেন ছানুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শেরপুর শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ (সদর) আসনের এমপি আতিউর রহমান আতিক। সভায় প্রধান অতিথি আতিউর রহমান আতিক বলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আসন্ন শেরপুর সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ছানোয়ার হোসেন ছানু সদর উপজেলার ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছানু ছাড়া অন্য কারো ভোট পাওয়ার অধিকার নেই।
সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী ছানোয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান বায়েজিত হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম আরা বেগম, আওয়ামী লীগ নেতা ও শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসি, মিনহাজ উদ্দিন মিনাল, প্রকাশ দত্ত, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সামছুন্নাহার কামাল, কহিনুর বেগম, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।