Connecting You with the Truth

দিল্লিতে ভবনধসে ‘নিহত’ ৮

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি ভবনধসে আটজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই নিহত হয়েছে। তবে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি উদ্ধারে তৎপরতা চলছে।

পশ্চিম দিল্লির সাত নম্বর লেনের এনএ ব্লকের বিষ্ণু গার্ডেন নামের আবাসিক এলাকায় একটি নবনির্মিত ভবন শনিবার রাত ৯টার দিকে ধসে পড়ে। চারতলাবিশিষ্ট ভবনটি আরেকটি ভবনের ওপর ধসে পড়ায় হতাহতের সংখ্যা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, যে ভবনটি ধসে পড়েছে, সেটির নির্মাণকাজ কিছু দিন আগে শেষ হয়েছে। ভবনটির পাশে আরো কয়েকটি ভবন রয়েছে।

ভবন ধসের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসে। তাদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা টিমের সদস্যরা যোগ দিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। তাদের ধারণা, অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এদিকে বাড়ির মালিককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া ।

Comments
Loading...