Connect with us

খেলাধুলা

প্রথম ইনিংসে ২৪৮ রানেই শেষ দক্ষিণ আফ্রিকা

Published

on

স্পোর্টস ডেস্ক  :  চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বোলারদের তোপে পড়ে মাত্র ২৪৮ রানে প্রথম ইনিংস গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন তেম্বা বাভুমা।

প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে বড় ভূমিকা পালন করেন বাংলাদেশের অভিষিক্ত পেসার মুস্তাফিজুর রহমান। দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন এই তরুণ তুর্কি। স্পিনার জুবায়ের হোসেন নেন ৩ উইকেট। এ ছাড়া সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও তাইজুল ইসলামের ঝুলিতে জমা পড়ে ১টি করে উইকেট।

টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম সেশনে বেশ সতর্ক ছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের বেশ দেখেশুনে খেলছিলেন দুই প্রোটিয়া ওপেনার স্টিয়ান ফন জিল ও ডিন এলগার। উদ্বোধনী জুটিতে ৫৮ রান তুলে নেন দুজন। ১৪তম ওভারের চতুর্থ বলে সফরকারী শিবিরে প্রথম আঘাত করেন অফস্পিনার মাহমুদউল্লাহ রিয়াদ। লেগ সাইড দিয়ে বের হয়ে যাওয়া বলে খোঁচা মারতে গিয়ে উইকেটরক্ষক লিটন কুমার দাসের তালুবন্দি হন স্টিয়ান ফন জিল। ৪৯ বলে ৬ বাউন্ডারিতে ৩৪ রান আসে ফন জিলের ব্যাট থেকে।

দলীয় ১৩৬ রানে মাথায় তাইজুল ইসলামের শিকারে পরিণত হন ডিন এলগার (৪৭)। পরের ওভারের প্রথম বলেই ফাফ ডু প্লেসিসকে (৪৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। ৬০তম ওভারে এসে রীতিমতো তাণ্ডব চালান কাটার মুস্তাফিজ। একে একে তিনি ফিরিয়ে দেন হাশিম আমলা, জেপি ডুমিনি ও কুইন্টন ডি কককে। ৭১তম ওভারের পঞ্চম বলে জুবায়ের হোসেন আউট করেন ফিলান্ডারকে।

এরপর ৮০তম ওভারে জোড়া আঘাত হানেন জুবায়ের। ওই ওভারের হার্মার ও চতুর্থ বলে ডেল স্টেইনকে বিদায় করেন স্বাগতিক এই স্পিনার। ফলে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ২৩৯ রান। এরপর দলীয় ২৪৮ রানে প্রোটিয়াদের শেষ ব্যাটসম্যান হিসেবে তেম্বা বাভুমাকে বিদায় করেন মুস্তাফিজ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটীয় রেকর্ড কখনোই ভালো ছিল না। কিন্তু দুই দলের এবারের দ্বিপক্ষীয় সিরিজের সীমিত ওভারে বাংলাদেশ প্রতিরোধ গড়ে তোলে। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় টাইগাররা।

সীমিত ওভারের ক্রিকেটের পর এবার লংগার ভার্সন পরীক্ষায় বাংলাদেশ। আইসিসি র‌্যাংঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট পরীক্ষায় মঙ্গলবার মাঠে নেমেছে মুশফিক বাহিনী। সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

প্রসঙ্গত, ২০০২, ২০০৩ ও ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোট আটটি টেস্ট খেলেছে বাংলাদেশ। একটিতেও জয় নেই। ফলোঅন করে ইনিংস ব্যবধানে হেরেছে অধিকাংশ টেস্টে। গেল ৭ বছরে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এখন আর ফলোঅন করে ইনিংস ব্যবধানে হারার মতো দল নেই। ওয়ানডের ধারাবাহিকতা ধরে রেখে এবার টেস্টেও সাফল্য পায় নাকি তাই দেখার বিষয়।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, , মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা দল : হাশিম আমলা (অধিনায়ক), ডিন এলগার, , ফাফ ডু প্লেসিস, স্টিয়ান ফন জিল, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, ভ্যারন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল, তেম্বা বাভুমা, স্যায়মন হারমার।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *