মার্কিন নাগরিককে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিল উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া স্নায়ুযুদ্ধটা বুঝি আবার লাগলো। কারণ মার্কিন এক নাগরিককে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়া।
কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ম্যাথিউ মিলার। গত এপ্রিলে উত্তর কোরিয়ায় পর্যটক হিসেবে ভ্রমণ করার সময় তাকে আটক করা হয়।
তবে তাকে ঠিক কোন অপরাধে সাজা দেওয়া হয়েছে তা ঠিক করে বলেনি উত্তর কোরিয়া কর্তৃপক্ষ। তবে এটা বলেছে, মিলার তার ভিসা ছিঁড়ে ফেলেছে। তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
এদিকে মিলারকে সাজা দেওয়ায় চটেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অভিযোগ, কূটনৈতিক খেলায় মিলার ও আটক আরো দুই মার্কিন নাগরিককে ফাঁসানো হয়েছে।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই তিন মার্কিন নাগরিকের মুক্তির আহ্বান জানায়।