Connecting You with the Truth

ভারতের শিলংয়ে সালাহ উদ্দিনের বিচার শুরু

সালাহ উদ্দিন

বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। দেশটির মেঘালয় রাজ্যের শিলংয়ের একটি আদালতে বুধবার বিকেলে বিচার শুরু হয়।  জেলা ও দায়রা জজ আদালতের মুখ্য বিচারক কে এম লিংদো নংব্রির আদালত সালাহ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩০ জুলাই দিন ধার্য করেছেন।

বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬ অনুযায়ী সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে মেঘালয় পুলিশ মামলা করেছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। মামলার সাত সাক্ষী ইতিমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন।

ঢাকা থেকে উধাও হওয়ার দুই মাস পর গত মে মাসে প্রাক্তন এই প্রতিমন্ত্রীর সন্ধান মিলেছিল মেঘালয়ে। তখন তিনি দাবি করেন, তাকে বাংলাদেশ থেকে অপরহণ করা হয়েছিল।

আদালতে অভিযোগ গঠনের শুনানিতে সালাহ উদ্দিন নিজের ইচ্ছায় ভারতে অবৈধভাবে প্রবেশের কথা স্বীকার করেননি। মেঘালয় পুলিশ গত ৩ জুন তার বিরুদ্ধে এই মামলায় অভিযোগপত্র দেয়।

গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে হদিশ মেলার পর আটক হয়ে কিছু দিন কারা হেফাজতে হাসপাতালে ছিলেন তিনি। স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে পরে তাকে জামিন দেন আদালত। জামিন নিয়ে ৫ জুন থেকে শিলংয়ে একটি কটেজে থাকছেন সালাহ উদ্দিন আহমদ।

৫৪ বছর বয়সি সালাহ উদ্দিনের দাবি, অচেনা এক দল লোক ঢাকার এক বাড়ি থেকে তাকে তুলে নিয়েছিল। এরপর আর কিছুই তিনি মনে করতে পারেন না।

Comments
Loading...