Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরিয়ায় ফের বিমান হামলা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক :  সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে তুরস্ক। হামলা চালানো হচ্ছে উত্তর ইরাকের কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করেও। ইসলামিক স্টেট-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিজ্ঞা করেছে তুরস্ক। খবর বিবিসি’র।
 প্রতিবেদনে জানানো হয়েছে, সিরিয়ার জঙ্গিদের উপরে বোমা হামলা চলছে। তবে এই অভিযান নিয়ে তুরস্ক এখনও কিছু বলেনি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, আইএস সেনাদের অবস্থান লক্ষ্য করে সিরিয়ার আকাশসীমা থেকে তুর্কী বিমান গুলি করেছে।
এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয় বারের মতন তুরস্ক বিমান হামলা চালালো।
 এর আগে শুক্রবারেও সিরিয়ায় আইএস-এর তিনটি টার্গেটে বিমান হামলা চালায় তুরস্ক।
 এছাড়া ইরাকের কুর্দিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের লক্ষ্য করে পৃথক মিশনে বোমা হামলা চালানো হয়েছে কুর্দি সেপারেটিস্ট গ্রুপ বা কেকেকে এর ওপর।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র মার্ক টোনার বলেছেন, আইএসআইএল এর বিরুদ্ধে অপারেশন চালানোর জন্য আমেরিকা ও মার্কিন জোটের মানুষবাহী বা মানব বিহীন বিমানগুলোর জন্য তুরস্কের ক্লিয়ারেন্স রয়েছে।
 আইএস সন্দেহে শুক্রবারে একজনকে গ্রেফতার করেছে তুরস্ক।তুরস্কের সুরুক শহরে চলতি সপ্তাহেই চালানো এক হামলায় ৩২ জন নিহত হয়
বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.